ভারত মাতার চিত্র কিভাবে পরাধীন ভারতের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল।
ভারতের জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রখানি পরাধীন ভারতে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল। বিভিন্ন কারণে সমস্ত ভারতবাসী সম্মিলিতভাবে বিভিন্ন আন্দোলনের যুগে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্র খানি কে পরাধীন ভারতের একমাত্র জাতীয়তাবাদের প্রতীক হিসাবে তুলে ধরেছিল।
যেহেতু মাধ্যমিক ইতিহাসের বিষয়বস্তু হিসেবে ভারতমাতা চিত্র বিষয় টি গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটির উত্তর এখানে যথাযথভাবে লেখা হলো।
ভারতমাতা চিত্র কিভাবে পরাধীন ভারতের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠলো।
ইউরোপীয় ইতিহাসে নবজাগরণের মতো ভারতীয় ইতিহাসে নবজাগরণ ঘটেছিল। ইউরোপের ইতিহাস কে পর্যালোচনা করলে দেখা যায়, বিভিন্ন অর্থনীতিবীদ, বিভিন্ন চিত্রকরের প্রকাশিত হওয়া বই ও বিভিন্ন ছবিকে ঘিরে নবজাগরণের বিকাশ ঘটেছিল। ঠিক একই রকম ভাবে পরাধীন ভারতবর্ষের বুকে বিভিন্ন পত্র-পত্রিকা ও চিত্র ভারতীয়দের একতাবদ্ধ হতে সাহায্য করেছিল। এই সকল চিত্রের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি চিত্র ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্র টি।
ভারতমাতা চিত্র টি পরাধীন ভারতের জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠার কারণ।
স্বদেশিকতা :
অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা চিত্র খানি জাতীয়তাবাদের মূল স্তম্ভ রূপে পরিগণিত হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। কারণ এই চিত্রটি স্বদেশীকতার বাতাবরণে চিত্রিত হয়েছিল। চিত্রটিতে হিন্দুদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারত মাতা কে অঙ্কন করেছিলেন।
ব্রিটিশ বিরোধিতা :
ব্রিটিশদের বিরোধিতা করা অবনীন্দ্রনাথ ঠাকুরের মনোভাবের সঙ্গে যুক্ত ছিল। আর এই ভারতমাতা চিত্রটি টিকে তিনি ব্রিটিশবিরোধী একটি প্রতীক হিসাবে তুলে ধরেছিলেন। এই কারণে সমকালীন ব্রিটিশবিরোধী ভারতবাসীরা ভারতমাতা ছবিটির মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ লক্ষ্য করতে পেরেছিল।
জাতীয়তাবাদ :
বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন এবং ভারতীয় জাতীয়তাবাদকে অনুপ্রেরণা জাগানোর জন্য ভারতমাতা চিত্র টি কে সব সময় আন্দোলনের সামনে রাখা হতো। এই কারণে খুব সহজেই ভারতমাতা চিত্র টি ভারতের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল।
ঐক্যবদ্ধতা :
অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র টির মধ্যে ছিল সমস্ত ভারতের বৈশিষ্ট্য, যেমন চিত্রটিতে ভারত মাতার চার হাতে রয়েছে বেদ, ধানের শীস, জপের মালা ও শ্বেত বস্ত্র পরিধান। চিত্রটিতে এই রূপের কারণে খুব সহজেই ভারতবাসীদের ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছিল।
উপরে বর্ণিত এই সকল বৈশিষ্ট্যের জন্য অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটি ব্রিটিশ বিরোধী মনোভাব নিয়ে খুব সহজেই ভারতের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল।
আরো প্রশ্ন :
- মাধ্যমিক ইতিহাস বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করো।
- হিন্দু মেলা সম্পর্কে টিকা লেখ।
- বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে টীকা লেখ।
- মাধ্যমিক ভূগোলের বিভিন্ন বিষয়ের উত্তর পেতে এখানে ক্লিক করো।
- নারীর ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো।
- ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসার সমানুপাতিক আলোচনা করো।
- হিন্দু মেলা সম্পর্কে টিকা লেখ।
- নীলবিদ্রহ সম্পর্কে সমকালীন শিক্ষিত সমাজ।
- নারীর কল্যাণ বিকাশে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব।
পাইনি
ReplyDelete