শাক্ত পদাবলীর কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবিকৃতিত্ব সম্পর্কে আলোচনা - আগমনী ও বিজয়া

বাংলা সাহিত্যে মধ্যযুগে গীতিকবিতার ঊষালগ্নে জন্ম হয়েছিল শাক্ত পদাবলীর। এই শাক্তপদাবলী ধরার অন্যতম শ্রেষ্ঠ কবি কমলাকান্ত ভট্টাচার্য (Kamalakanta-Chakrabartee) । আজ আমরা এখানে কবি কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কে ও তার কবি কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব। আমরা এর আগে সাধক কবি রামপ্রসাদ সেন সম্পর্কে আলোচনা করেছি। কমলাকান্ত ভট্টাচার্যের কবিকৃতিত্ব অষ্টাদশ শতাব্দীর অন্ধকারাচ্ছন্নকালে, বিশ্বমাতার দৃষ্টিবিভ্রমকারী রহস্য-সঞ্চারী রূপে তন্ময় কবি কমলাকান্তের আবির্ভাব । যে কালে রাজনৈতিক দূর্বিপাকে জাতীয় জীবন নানা অপমানে নিষ্পেষিত, হতাশা ও নৈরাশ্যের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছিল মানবাত্মা, সেই কালে কমলাকান্ত বাঙালীর সামনে তুলে ধরেছিলেন এমন এক মাতৃসাধনালব্ধ বাণী যা তৎকালীন জীবনে অনিশ্চিত দুর্ভাগ্যের উপর শান্তির প্রলেপ দিতে পেরেছিল। Educostudy.In/Kamalakanta-Chakrabartee কমলাকান্তের কল্পিত মাতৃমূর্তির মধ্যে ফুটে উঠল সমস্ত দেশ-কালের এক বিপর্যস্ত চেহারা। তাঁর মাতৃমূর্তি রিক্তভূষণা ও রক্তাম্বরা তাঁর সৌন্দর্য ভক্তের মনোবাঞ্ছায় হয়ে উঠল অনিন্দ্যকান্তি। তাই এক সর্বরিক্তকালের ধূসর তটরেখা...