Posts

Showing posts from March, 2021

শাক্ত পদাবলীর কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবিকৃতিত্ব সম্পর্কে আলোচনা - আগমনী ও বিজয়া

Image
    বাংলা সাহিত্যে মধ্যযুগে গীতিকবিতার ঊষালগ্নে জন্ম হয়েছিল শাক্ত পদাবলীর। এই শাক্তপদাবলী ধরার অন্যতম শ্রেষ্ঠ কবি কমলাকান্ত ভট্টাচার্য (Kamalakanta-Chakrabartee) । আজ আমরা এখানে কবি কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কে ও তার কবি কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব। আমরা এর আগে সাধক কবি রামপ্রসাদ সেন সম্পর্কে আলোচনা করেছি।  কমলাকান্ত ভট্টাচার্যের কবিকৃতিত্ব অষ্টাদশ শতাব্দীর অন্ধকারাচ্ছন্নকালে, বিশ্বমাতার দৃষ্টিবিভ্রমকারী রহস্য-সঞ্চারী রূপে তন্ময় কবি কমলাকান্তের আবির্ভাব । যে কালে রাজনৈতিক দূর্বিপাকে জাতীয় জীবন নানা অপমানে নিষ্পেষিত, হতাশা ও নৈরাশ্যের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছিল মানবাত্মা, সেই কালে কমলাকান্ত বাঙালীর সামনে তুলে ধরেছিলেন এমন এক মাতৃসাধনালব্ধ বাণী যা তৎকালীন জীবনে অনিশ্চিত দুর্ভাগ্যের উপর শান্তির প্রলেপ দিতে পেরেছিল। Educostudy.In/Kamalakanta-Chakrabartee   কমলাকান্তের কল্পিত মাতৃমূর্তির মধ্যে ফুটে উঠল সমস্ত দেশ-কালের এক বিপর্যস্ত চেহারা। তাঁর মাতৃমূর্তি রিক্তভূষণা ও রক্তাম্বরা তাঁর সৌন্দর্য ভক্তের মনোবাঞ্ছায় হয়ে উঠল অনিন্দ্যকান্তি। তাই এক সর্বরিক্তকালের ধূসর তটরেখা...

শাক্তপদাবলির কবি রামপ্রসাদ সেনের ( Ramprosad-Sen ) কবি কৃতিত্ব আলোচনা করো।

Image
  বাংলা সাহিত্যের উল্লখযোগ্য অধ্যায় শাক্ত পদাবলী , এই ধারার অন্যতম কবি রামপ্রসাদ সেন  ( Ramprosad-Sen )। শাক্তপদাবলির বিভিন্ন পর্যায় গুলিতে কবি বিশেষ ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। আমরা এখানে শাক্ত কবি রামপ্রসাদ সেন   ( Ramprosad-Sen ) এর কবি প্রতিভা নিয়ে আলোচনা করলাম -  রামপ্রসাদের কবিকৃতিত্ব শাক্ত পদাবলী অষ্টাদশ শতাব্দীর ধর্ম ও মাতৃরসে জারিত এক উল্লেখযোগ্য কাব্যধারা। কোনও কাব্য সৃষ্টি স্বয়ম্ভু সাধনার ফল নয়। উৎপত্তিস্থল একটা থাকেই। সেই উৎসস্থল কবিদের প্রেরণারস্থল হয়, কবিকে প্রভাবিত করে। বৈষ্ণব পদাবলীই শাক্ত পদাবলীর উৎসকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করেছেন। আবার কোন সৃষ্টি দেশ, কাল, সমাজব্যবস্থার ঊর্ধ্বে নয়। অষ্টাদশ শতাব্দীতে একদিকে বর্গীর হাঙ্গামা, শাসকদের অত্যাচারে বাঙালীর ধর্ম, প্রাণ সব কিছুতেই একটা নিরাপত্তার অভাব দেখা যায়। Educostudy.In/Ramprosad-Sen   এরকমই এক জরাতুর কালে সাধক কবি রামপ্রসাদ এসেছিলেন তাঁর সাধনার অনুভূতিলব্ধ সুর ও ধ্বনি নিয়ে। তাঁর বাণীতে ক্লান্ত, অবসন্ন বাঙালী-জীবন মায়ের রক্তচরণ কমলে বিপদ মুক্তির শরণাগতি খুঁজেছে। সন্তানের আতুর ব্যাকুল...

বাংলা মুসলিম সাহিত্যের ( Muslim-Sahitya ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Image
    মুসলিম সাহিত্যের ( Muslim-Sahitya )  যুগে যে সকল কাব্য রচনা গুলি আমাদের বাংলা সাহিত্য কে নতুন রূপ দান করেছে সেই ধারায় অন্যতম কাব্য ও কবিদের থেকে যে সকল সংক্ষিপ্ত প্রশ্ন গুলি গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা এখানে আলোচনা করবো  বাংলা মুসলিম সাহিত্যের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর 1. ‘মৃগাবতী’ গ্রন্থটির লেখক কে? উঃ কুতুবন 2. মৃগাবতী’ গ্রন্থটি কোন ভাষায় রচিত? উঃ হিন্দি ভাষায় 3. পঞ্চদশ শতাব্দীর তিনজন মুসলমান কবির নাম লেখো? উঃ শাহ মহম্মদ সগীর, জৈনুদ্দিন, মোজাম্মিন 4. ‘য়ুসুফ-জোলেখা গ্রন্থটির লেখক কে? উঃ শাহ মহম্মদ সগীর 5. ‘ রসুলবিজয় ’ গ্রন্থটির লেখক কে? উঃ জৈনুদ্দিন Educostudy.In/Muslim-Sahitya 6. ষোড়শ শতাব্দীর পাঁচজন মুসলমান লেখকের নাম লেখ। উঃ সা বিরিদ খাঁ, দোনা গাজী, সেখ ফয়জুল্লা, দৌলত উজীর, মুহম্মদ কবীর 7. ‘মধুমালতী’ গ্রন্থটি কোন মুসলমান কবির লেখা? উঃ মুহম্মদ কবীর 8. ‘বিদ্যাসুন্দর’ কাব্যটি কোন মুসলমান কবির লেখা? উঃ সা বিরিদ খাঁ 9. ‘লায়লা-মজনু’ গ্রন্থটির রচয়িতা কে? তিনি কোন শতকের কবি? উঃ দৌলত উজীর। তিনি ষোড়শ শতকের কবি। 10. দৌলতকাজী কোন শতকের কবি? উঃ ...

কবি সৈয়দ আলাওল | মুসলিম সাহিত্য | পদ্মাবতী | পদুমাবৎ - সম্পর্কে আলোচনা

Image
   বাংলা সাহিত্যের মধ্য যুগের আরাকান রাজসভা কে কেন্দ্র করে যে সাহিত্য সম্ভার সৃষ্টি হয়েছিলো তার অন্যতম সৃষ্টি কর্তা ছিলেন কবি সৈয়দ আলাওল । এখানে আজ আমরা কবির কাব্য সম্পর্কে ও কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করলাম।  সৈয়দ আলাওল আরাকান রাজসভার দ্বিতীয় শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল । ষোড়শ শতাব্দীর শেষভাগে চট্টগ্রামে কবির জন্ম এবং মনে হয় ১৬৭৩ খ্রীষ্টাব্দে তার মৃত্যু। কবির জীবন সৌভাগ্যের আনন্দে আর দুর্ভাগ্যের দুর্দশায় বড়ই বিচিত্র। সুনিপুণ যোদ্ধা কবি মগরাজের সেনাবাহিনীতে চাকরি নেন। অল্পকালের মধ্যে আরাকানের মুসলিম সমাজে তার কবি প্রতিভার কথা ছড়িয়ে পড়ে।  আরাকানের বিচারপতি মামুদশার আনুকূলে তিনি রাজসভায় স্থান পান। আলাওল বহু কাব্য রচনা করেছিলেন। এর মধ্যে পদ্মাবতী (১৬৪৬), ‘সয়ফুলমুলুক বদিউজ্জমাল’ (১৬৫৮-৭০), লোরচন্দ্রানীর শেষাংশ (১৬৫৯), হপ্ত পয়কর (১৬৬০), তোহফা (১৬৬৩-৬৯), সেকান্দারনামা (১৬৭২) ইত্যাদি বিশেষ পরিচিত।  বিশেষত ‘ পদ্মাবতী ’ কাব্যের জন্য মধ্যযুগের কবি সমাজে আলাওল বিখ্যাত হয়ে আছেন। অবশ্য এটি তাঁর মৌলিক রচনা নয়, প্রসিদ্ধ হিন্দি কবি মালিক মহম্মদ জায়সীর ‘ পদুমাবৎ ’ কাব্যে...