বাংলা মুসলিম সাহিত্যের ( Muslim-Sahitya ) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

   মুসলিম সাহিত্যের ( Muslim-Sahitya ) যুগে যে সকল কাব্য রচনা গুলি আমাদের বাংলা সাহিত্য কে নতুন রূপ দান করেছে সেই ধারায় অন্যতম কাব্য ও কবিদের থেকে যে সকল সংক্ষিপ্ত প্রশ্ন গুলি গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা এখানে আলোচনা করবো 


বাংলা মুসলিম সাহিত্যের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

1. ‘মৃগাবতী’ গ্রন্থটির লেখক কে?

উঃ কুতুবন





2. মৃগাবতী’ গ্রন্থটি কোন ভাষায় রচিত?

উঃ হিন্দি ভাষায়



3. পঞ্চদশ শতাব্দীর তিনজন মুসলমান কবির নাম লেখো?

উঃ শাহ মহম্মদ সগীর, জৈনুদ্দিন, মোজাম্মিন



4. ‘য়ুসুফ-জোলেখা গ্রন্থটির লেখক কে?

উঃ শাহ মহম্মদ সগীর



5. ‘রসুলবিজয়’ গ্রন্থটির লেখক কে?

উঃ জৈনুদ্দিন




বাংলা মুসলিম সাহিত্যের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Educostudy.In/Muslim-Sahitya



6. ষোড়শ শতাব্দীর পাঁচজন মুসলমান লেখকের নাম লেখ।

উঃ সা বিরিদ খাঁ, দোনা গাজী, সেখ ফয়জুল্লা, দৌলত উজীর, মুহম্মদ কবীর



7. ‘মধুমালতী’ গ্রন্থটি কোন মুসলমান কবির লেখা?

উঃ মুহম্মদ কবীর





8. ‘বিদ্যাসুন্দর’ কাব্যটি কোন মুসলমান কবির লেখা?

উঃ সা বিরিদ খাঁ



9. ‘লায়লা-মজনু’ গ্রন্থটির রচয়িতা কে? তিনি কোন শতকের কবি?

উঃ দৌলত উজীর। তিনি ষোড়শ শতকের কবি।



10. দৌলতকাজী কোন শতকের কবি?

উঃ সপ্তদশ শতকের



11. দৌলতকাজীর জন্মস্থানের নাম লেখো?

উঃ চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে



12. দৌলতকাজী কোন রাজার পৃষ্টপোষকতা অর্জন করেছিলেন?

উঃ আরাকান রাজ থিরি-থু-ধম্মা (শ্রীসুধর্মা)-র



13. কার নির্দেশে দৌলতকাজী কাব্যরচনা শুরু করেন?

উঃ আরাকানের সমর সচিব আশরফ খানের নির্দেশে





14. দৌলতকাজীর রচিত কাব্যটির নাম কী?

উঃ লোরচন্দ্রানী বা সতীময়না



15. দৌলতকাজীর কাব্যটি কোন সময়ে লেখা?

উঃ ১৬২১ থেকে ১৬৩৮ খ্রীষ্টাব্দের মধ্যে



16. দৌলতকাজী কাব্যরচনায় কোন কবির কাব্য দ্বারা প্রভাবিত হয়েছিলেন? কাব্যটি কোন ভাষায় রচিত?

উঃ মিয়াসাধন নামে হিন্দি কবির ‘মৈনা কো সত্‌’ কাব্য দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কাব্যটি ঠেট-গোহারী ভাষায় রচিত



17. দৌলতকাজীর অসমাপ্ত কাব্যটি কে কার নির্দেশে কত সালে সমাপ্ত করেন?

উঃ আরাকান রাজ সান্দ-থু-ধম্মা’র (চন্দ্র সুধর্মা) প্রধানমন্ত্রী সুলেমান-এর নির্দেশে ১৫৫৯ খ্রীষ্টাব্দে সৈয়দ আলাওল কাবুওটি সমাপ্ত করেন।



18. সৈয়দ আলাওল কোন শতকের কবি?

উঃ সপ্তদশ শতকের কবি





19. সৈয়দ আলাওলের জন্মস্থানের নাম লেখো।

উঃ চট্টগ্রামে (মতান্তরে ফরিদপুরে)



20. সৈয়দ আলাওল কত খ্রীষ্টাব্দে মারা যান?

উঃ ১৬৭৩ খ্রীষ্টাব্দে



21. কার নির্দেশে সৈয়দ আলাওল কাব্য রচনা শুরু করেন?

উঃ আরাকানের প্রধানমন্ত্রী মাগনঠাকুরের নির্দেশে



22. কোন কোন গ্রন্থে সৈয়দ আলাওল তাঁর আত্মপরিচয় দিয়েছেন?

উঃ সেকেন্দারনামা ও সয়ফুলমুলুক বদিউজ্জমাল গ্রন্থে



23. ‘পদ্মাবতী’ কাব্যটির লেখক কে? কাব্যটি কত সালে রচিত? কাব্যটি রচনায় কবি কোন লেখকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? তাঁর কাব্যটির নাম লেখো।

উঃ সৈয়দ আলাওল। কাব্যটি ১৬৪৬ খ্রীষ্টাব্দে রচিত। হিন্দি কবি মহম্মদ জায়সী’র ‘পদুমাবৎ’ কাব্যের দ্বারা প্রভাবিত হয়েছিলেন।





24. ‘পদ্মাবতী’ কি ধরণের কাব্য?

উঃ রোমান্টিক-ঐতিহাসিক কাহিনী-কাব্য



25. ‘সয়ফুলমুলক-বদিউজ্জমাল’ গ্রন্থটি কে কত সালে রচনা করেন?

উঃ সৈয়দ আলাওল, ১৬৫৮-১৬৬০ খ্রীষ্টাব্দের মধ্যে



26. ‘সপ্ত (হপ্ত) পয়কর’ গ্রন্থটি কে কত সালে রচনা করেন?

উঃ সৈয়দ আলাওল, ১৬৬০ খ্রীষ্টাব্দে



27. ‘তোহফা’ গ্রন্থটির লেখক কে? গ্রন্থটি কত সালে রচিত? গ্রন্থটির মূল কাহিনী রচনায় কার কোন গ্রন্থ দ্বারা লেখক প্রভাবিত হয়েছিলেন?

উঃ সৈয়দ আলাওল। গ্রন্থটি ১৬৬৩-১৬৬৪ সালের মধ্যে রচিত হয়। গ্রন্থটি রচনায় কবি সেখ রুসুফের ‘তুহ্‌ফাতুন্নসা’ নামক ফার্সী নীতিকাব্য দ্বারা প্রভাবিত হয়েছিলেন।



28. ‘সেকেন্দারনাম’ গ্রন্থটির লেখক কে? গ্রন্থটি কত সালে রচিত? গ্রন্থটির মূল কাহিনী রচনায় কার কোন গ্রন্থ দ্বারা লেখক প্রভাবিত হয়েছিলেন?

উঃ সৈয়দ আলাওল। গ্রন্থটি ১৬৭৩ খ্রীষ্টাব্দে রচিত হয়। গ্রন্থটি রচনায় কবি ফার্সী কবি নেজামি সমরকন্দী’র ‘ইসকান্দারনামা’ গ্রন্থ দ্বারা প্রভাবিত হয়েছিলেন।





29. সময়কাল উল্লেখ করে তিনজন মুসলমান বৈষ্ণব কবির নাম লেখো?

উঃ মর্তুজা-সপ্তদশ শতক

নসির মামুদ-সপ্তদশ শতক

আলীরাজা-অষ্টাদশ শতক


👉👉   উপরের এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা যদি আপনার কাছে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে কমেন্ট করে জানাবেন। এছাড়া যদি আরো বাংলা সাহিত্যের অন্যান্য বিভিন্ন প্রশ্ন উত্তর পেতে চান তবে এখানে ক্লিক করুন।।

Comments

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997