বাংলা গদ্য সাহিত্যের বিকাশে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো - Educostudy

আধুনিক বাংলা সাহিত্য জন্ম হতেই শক্ত - পক্ত হয়ে উঠতে পারেনি, বিভিন্ন পরিবর্তন পরিবর্ধনের মধ্য দিয়ে বাংলা সাহিত্য আধুনিক আর আধুনিক বাংলা সাহিত্যের আজকের বর্তমান অত্যাধুনিক সাহিত্যে রূপান্তর। Educostudy.In/ Pramatha-Chowdhuri আধুনিক বাংলা সাহিত্য প্রাচীন - মধ্য যুগের অনেক খোলস ত্যাগ করে চলিত ভাষায় নতুন রূপ পেয়েছিল। আর বাংলা ভাষা যার হাতে এই চলিত ভাষায় নতুন দিক পেয়েছিল তিনি প্রমথ চৌধুরী ( Pramatha Chowdhuri ) । আজ আমরা এই প্রখ্যাত কথা সাহিত্যিকের বিভিন্ন অবদান ও গ্রন্থ নিয়ে আলোচনা করবো। প্রমথ চৌধুরীর অবদান জন্ম – ১৮৬৮ খ্রীষ্টাব্দ | মৃত্যু – ১৯৪৬ খ্রীষ্টাব্দ | ছন্মনাম – বীরবল রবীন্দ্রপর্বের দ্বিতীয় পর্যায়ে বাংলা সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে গুণী মানুষটির নাম প্রমথ চৌধুরী । ‘ সবুজপত্র ’ নামে একটি চলিত ভাষা ভিত্তিক মাসিকপত্র সম্পাদনা করে বাংলা সাহিত্যে তিনি ‘ বীরবলী-ঢং ’-এর গদ্যরীতির প্রবর্তন করেন। সবচেয়ে বড় কথা রবীন্দ্র সমকালে, রবীন্দ্রস্নেহধন্য হয়েও গদ্য ভাষা লেখার ক্ষাত্রে রবীন্দ্রপ্রভাব মুক্ত ছিলেন তিনি। বলিষ্ঠ সাহিত্যিক ব্য...