কবিগান কি | কবি গানের শর্ট প্রশ্ন ও উত্তর | Kobigan MCQ - Educostudy

  বাঙালির প্রাণের ভাষা বাংলা ভাষা এর এই বাংলা ভাষার প্রথম যাত্রা শুরু হয়েছিল গানের মাধ্যমে। প্রাচীন যুগের সেই বাংলা গানের সূত্র ধরে মধ্য যুগের শেষের দিকে আবির্ভাব হলো কবি গানের। 

কবিগান কি | কবি গানের শর্ট প্রশ্ন ও উত্তর
Educostudy.In/Kobigan


   নতুন এই ধারার জন্ম হলো কিছু তথা কথিত কবিদের হাত ধরে। আজ আমরা এখানে বাংলা সাহিত্যের এই কবি গান ধারা সম্পর্কে সমস্ত শর্ট প্রশ্ন নিয়ে ও তার উত্তর নিয়ে নিচে আলোচনা করলাম। 




কবি গানের শর্ট প্রশ্ন ও উত্তর

1. কবিগানের আদি কবি কে?

উঃ গোঁজলা গুঁই।



2. রাম বসু কত খ্রীষ্টাব্দে মারা যান?

উঃ ১৮২৮ খ্রীষ্টাব্দে।




3. একটি পূর্ণাঙ্গ কবিগানের পালায় কটি বিভাগ লক্ষ করা যায় কী কী?

উঃ ১০টি বিভাগ। যথা- চিতেন, পরচিতেন, ফুকা, মেল্‌তা, মহড়া, শওয়ারি, খাদ, দ্বিতীয় ফুকা, দ্বিতীয় মহড়া ও অন্তরা।


4. হরু ঠাকুরের জন্ম ও মৃত্যু সাল লেখো।

উঃ জন্ম ১৭৪৯ খ্রীষ্টাব্দে ও মৃত্যু ১৮২৪ খ্রীষ্টাব্দে।


5. কবে কোথায় আখড়াই গানের উদ্ভব হয়?

উঃ বাংলা এগারো শতাব্দীর কিছু আগে শান্তিপুরে আখড়াই গানের উদ্ভব হয়।




6. আখড়াই গানের একজন কবির নাম লেখো।

উঃ রামনিধি গুপ্ত, মোহনচাঁদ বসু।


7. ‘টপ্পা” শব্দটি কী জাতীয় শব্দ?

উঃ হিন্দি শব্দ।


8. টপ্পা গানের চারজন কবির নাম লেখ।

উঃ নিধুবাবু, শ্রীধর কথক, কালী মির্জা রূপচাঁদ পক্ষী।




9. ‘টপ্পা’-শব্দের অর্থ কী?

উঃ হাল্কা চালের মার্গ সন্ধি।


10. বাংলাদেশে টপ্পা গানের প্রচলন কে করেন?

উঃ নিধুবাবু।


11. উনিশ শতকের তিনজন টপ্পা গান রচয়িতার নাম লেখ।

উঃ নিধুবাবু, শ্রীধর কথক ও কালী মির্জা।




12. ঢপ কীর্তনের প্রবর্তক কে?

উঃ মধুকান। (মধুসূদন কিন্নর)।


13. দাশরথি রায় কটি পাঁচালী রচনা করেছিলেন? তাঁর প্রথম পাঁচালীটির নাম কী?

উঃ ৬৪ টি। প্রথম পাঁচালীর নাম ‘শ্রীশ্রীমতীর কৃষ্ণবিরহান্তর কুরুক্ষেত্র যাত্রায় মিলন’।


14. ‘নলিনীভ্রমরোক্তি’-গ্রন্থটির রচয়িতা কে?

উঃ দাশুরথি রায়।


16. ‘গীতরত্ন’-গ্রন্থটির রচয়িতা কে?

উঃ নিধুবাবু।




17. ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে? গীতিকাগুলি প্রথম কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ চন্দ্রকুমার দে। গীতিকাগুলি ১৯১৩ সালে ‘সৌরভ’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।


18. ‘মহারাষ্ট্রপুরাণ’-গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কত সালে রচিত হয়?

উঃ গঙ্গারাম। ১৬৭২ শকাব্দ বা ১৭৫১ খ্রীষ্টাব্দে তিনি কাব্যটি সমাপ্ত করেন।


19. দুইজন বাউল গান রচয়িতার নাম লেখ।

উঃ লালন ফকির, পঞ্জ শাহ।




20. হরিনাথ মজুমদার কী নামে পরিচিত ছিলেন?

উঃ কাঙাল হরিনাথ বা ফিকিরচাঁদ হরিনাথ নামে পরিচিত ছিলেন।


21. অষ্টাদশ শতাব্দীর দুইজন শাক্ত পদকর্তার নাম লেখ।

উঃ রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য।


22. কমলাকান্ত ভট্টাচার্যের পৈত্রিক নিবাস কোথায়? তাঁর রচিত তন্ত্রসাধন বিষয়ক গ্রন্থটির নাম কী?

উঃ বর্ধমান জেলার কালনা গ্রামে। তাঁর তন্ত্রসাধন বিষয়ক গ্রন্থটি হল ‘সাধন-রঞ্জন’।




23. রামপ্রসাদ সেন কবে, কোথায় জন্মগ্রহণ করেন? তিনি কবে দেহত্যাগ করেন?

উঃ আনুমানিক ১৭২০-২১ খ্রীষ্টাব্দে হালিশহরে তাঁর জন্ম হয়। ১৭৮১ খ্রীষ্টাব্দে তিনি দেহত্যাগ করেন।


24. শাক্তপদ ছাড়া রামপ্রসাদ সেনের রচিত অন্য দুটি গ্রন্থের নাম লেখ।

উঃ কালীকীর্তন বা বিদ্যাসুন্দর ও কৃষ্ণকীর্তন।


25. রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি কে দিয়েছিলেন?

উঃ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়।




👉👉   এখানে কবি গানের যে সকল শর্ট প্রশ্ন ও উত্তর গুলি গুরুত্বপূর্ণ সেই সকল ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যদি বাদ থেকে যায় তবে সে গুলি কথা সময় এখানে দিয়ে দেওয়া হবে। 

   আমরা এখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে শুরু করে সমস্ত অধ্যায়ের বিশিষ্ট বিশিষ্ট প্রশ্ন নিয়ে নোট আকারে আলোচনা করছি। এখানে ক্লিক করে তা দেখে নিতে পারেন। ধন্যবাদ। 

Comments

Popular posts from this blog

MP 2020 History MCQ suggestions, part 6th,

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997