আত্মনিষ্ঠ প্রবন্ধ কি ? আত্মনিষ্ঠ প্রবন্ধ সম্পর্কে আলোচনা করো।

   বাংলা সাহিত্যের আধুনিকতম এই প্রবন্ধকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় একটি বস্তুনিষ্ঠ অন্যটি আত্মনিষ্ঠ প্রবন্ধ। আধুনিক লেখকদের হাতে এই দুটি ধারা বেশ জনপ্রিয় ভাবে প্রবাহমান। প্রবন্ধের এই মন্ময় ধারা টি বাংলা সাহিত্যে অনেক অবদান রেখেছে। এখানে আত্মনিষ্ঠ প্রবন্ধ কি এবং সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 




আত্মনিষ্ঠ প্রবন্ধ কি ?

    যে প্রবন্ধে প্রাবন্ধিকের মন তার চিন্তা-ভাবনা দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিশেষ ভাবে প্রকাশিত হয় তাকে আমরা আত্মনিষ্ঠ প্রবন্ধ বলে থাকি। আত্মনিষ্ঠ প্রবন্ধের বিষয়বস্তু গুলি বাহ্যিক হবে কিন্তু তার সম্পর্কিত চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি গুলি লেখক বা প্রাবন্ধিকের একান্ত ব্যক্তিগত।

আত্মনিষ্ঠ প্রবন্ধ কি
আত্মনিষ্ঠ প্রবন্ধ


    বাংলা সাহিত্যে বেশ কয়েকজন আত্মনিষ্ঠ প্রাবন্ধিক জনপ্রিয় এবং তাদের শিল্পকলা গুলিও বেশ আকর্ষণীয়। বাংলা সাহিত্যে এই ধরনের প্রবন্ধের সূচনা হয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের হাত ধরে। তার লেখা কমলাকান্তের দপ্তর এ জাতীয় শ্রেষ্ঠ প্রবন্ধ সে বিষয়ে কোনো সন্দেহ রাখে না।




আত্মনিষ্ঠ প্রবন্ধ সম্পর্কে আলোচনা

    বাংলা সাহিত্যে বেশ কয়েকজন জনপ্রিয় আত্মনিষ্ঠ প্রাবন্ধিক আছেন যাদের মধ্যে পালামৌ এর রচয়িতা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, মসলা বাধা কাগজ এর রচয়িতা চন্দ্রশেখর মুখোপাধ্যায়, শহর চিত্র ও সোহাগ চিত্র গ্রন্থের রচয়িতা ঠাকুরদাস মুখোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী রচিত আত্মচরিত এছাড়াও অক্ষয়চন্দ্র সরকারের রূপক রহস্যের কয়েকটি প্রবন্ধ এজাতীয় এবং বেশ উল্লেখযোগ্য।



    বাংলা সাহিত্যে যার কথা বললেই নয় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রবন্ধের এই ধারাটি তে তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তাঁর রচিত কাব্যের উপেক্ষিতা কেকাধ্বনি, পঞ্চভূত এবং ছোটগল্পের আমেজ যুক্ত লিপিকা আত্মনিষ্ঠ প্রবন্ধের ক্ষেত্রে উল্লেখযোগ্য। 

   আবার রবীন্দ্রনাথের সমসাময়িক প্রমথ চৌধুরী বেশ কয়েকটি উল্লেখযোগ্য আত্মনিষ্ঠ প্রবন্ধ রচনা করেছেন এছাড়াও সজনীকান্ত দাস এর কতগুলি প্রবন্ধ ব্যঙ্গাত্মক হলেও উল্লেখযোগ্য দৃষ্টান্ত বাংলা সাহিত্যে। সুতরাং প্রবন্ধের জন্ম আধুনিককালে হলেও এই ধারাটি বিশিষ্ট মনীষীদের হাত ধরে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য জায়গা দখল করে নিয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 


এছাড়া বাংলা সাহিত্যের রূপ রীতি অনন্য প্রশ্নগুলি

Comments

Popular posts from this blog

সপ্ত প্রবাহের নীতি। মাধ্যমিক কমিশনের সপ্ত প্রবাহের নীতি।

কন্যাশ্রী প্রকল্প প্রজেক্ট | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রজেক্ট কন্যাশ্রী প্রকল্প | Kanyashri Prokolpo Project 2024

Four pillars of Education - শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission 1997