Learning, শিখন। দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের প্রথম পার্ট।

1) শিখন কি ? উত্তর - অভিজ্ঞতার মাধ্যমে আচরণের পরিবর্তনের প্রক্রিয়া হলো শিখন। শিখন সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করো। 2) শিখনের দুটি বৈশিষ্ট্য লেখ । উত্তর - a) শিখন হলো উদেশ্য মূলক প্রক্রিয়া । b) শিখন বিকাশ মূলক প্রক্রিয়া। 3) শিখন একটি অভিযোজন মূলক প্রক্রিয়া - যুক্তি দাও । উত্তর - শিখনের মাধ্যমে আমরা যে অভিগ্গতা অর্জন করি সেই অভিজ্ঞতায় আমাদের নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। অতএব শিখন একটি অভিযোজন মূলক প্রক্রিয়া। 4) শিখনের কয়েটি স্তর কিকি । উত্তর - শিখনের চারটি স্তর - শিখন / ধারণ, অভিজ্ঞতা অর্জন, পুনুরুদরেক, ও প্রত্যাভিক্ষা। DOWNLOAD EDUCOSTUDY APP FROM PLAYSTORE CLICK HERE 5) শিখনের চারটি মানসিক উপাদানের নাম লেখ। উত্তর - পরিনমন, আগ্রহ, মনোযোগ, ক্ষমতা । 6) শিখনের সঙ্গে পরিনমনের দুটি পার্থক্য লেখ। উত্তর - a) শিখন প্রক্রিয়ায় ব্যক্তি সচেতন থাকে। কিন্তু পরিনমন প্রক্রিয়ায় ব্যাক্তি সচেতন থাকতে পারে না। b) শিখনের ব্যাক্তি নিজের চেষ্টায় অভিযোজন করে, কিন্তু পরিনমনে ব্যাক...