চন্ডীমঙ্গল কাব্যের গুরুত্বপূর্ণ চরিত্র ফুল্লরা ( Fullora ) সম্পর্কে আলোচনা - pdf

চন্ডীমঙ্গল কাব্যের একটি প্রধান চরিত্র ফুল্লরা ( Fullora ) , কবি স্বর্গ বিতাড়িত একটি চরিত্র কে মর্ত্যের মানবী রূপে অঙ্কন করেছেন। চন্ডীমঙ্গল কাব্যের এই গুরুত্বপূর্ণ চরিত্র টি সম্পর্কে আজ আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। ফুল্লরা অর্থলিপ্সা, স্বপত্নী বিদ্বেষ তথা স্বামী প্রেমের নিরঙ্কুশ অধিকার, পুরাণজ্ঞান, লোকভিজ্ঞতা এবং সেই সঙ্গে ব্রীড়াশীলা, কর্মনিপুণা ও জীবনের নানাবিধ অভাবের বিরুদ্ধে আপসহীন সংগ্রামী চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের নায়িকা, সঞ্জয়কেতুর কন্যা, কালকেতুর পত্নী ফুল্লরা । সুখ-দুঃখের দোদুল্যমান তরঙ্গে সে ভাসমান। বিশ্বাস-অবিশ্বাসের ঘূর্ণাবর্তে সে পাক খেয়ে চলেছে অবিরত। সক্রিয়তা ও সজীবতায় সে অগ্রণী। রবীন্দ্রনাথের মানস চক্ষেও তার এই জঙ্গমতা এড়িয়ে যায়নি, তাই তিনি বলেছেন – “কবিকঙ্কণ চণ্ডীর সুবৃহৎ সমভূমির মধ্যে কেবল ফুল্লরা ও খুল্লনা একটু নড়িয়া চড়িয়া বেড়ায় –” প্রাক্বিবাহপর্বে ফুল্লরার পিতা সঞ্জয়কেতুর মুখে বর্ণিত হয়েছে তার কন্যার গুণাবলী – এই কন্যা রূপে গুণে নামেতে ফুল্লরা। কিনিতে বেচিতে ভাল জানয়ে পসরা।। রন্ধন করিতে ভাল এ কন্যা জানে। যত বন্ধু আইসে তারা কন্যাকে বা...