থ্রনডাইকের শিখন সূত্রগুলি আলোচনা করো।

মনোবিদ ই এল থ্রনডাইক শিখন সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন গবেষণার পর ৮ টি সূত্র প্রকাশ করেন। এগুলোকে একসঙ্গে শিখনের সূত্র নামে পরিচিত। এই ৮ টি সূত্রের মধ্যে প্রথম ৩ টি সূত্র হলো মুখ্য বা প্রধান এবং বাকি ৫ টি সূত্র হলো গৌন বা অপ্রধান শিখনের সূত্র। মুখ্য সূত্র 1, ফল লাভের সূত্র যখন একটি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ ঘটে তখন প্রাণীর আকাঙ্ক্ষা অনুযায়ী ফললাভ ঘটলে প্রাণীর সুখ অনুভূত হয়। অর্থাৎ প্রাণীর যে কারণে আচরণ করে সেই আচরণ যদি প্রাণীর তৃপ্তি দিতে পারে তবে প্রাণী শিখন লাভে সচেষ্ট হতে পারে। যেমন - বলাযায় যে খাচা থেকে বিড়ালটি বাইরে এসে যদি তার আকাঙ্ক্ষা খবরটি না পেত তবে প্রাণী ওই আচরণে সন্তুষ্ট হতে না। তাই ফল লাভ প্রাণীর শিখনের অনিটন শর্ত। অ্যাপ ডাউনলোড করুন ক্লিক করে 2, অনুশীলনের সূত্র প্রাণীর শিখন লাভের পর তাকে দীর...