Posts

Showing posts from May, 2019

থ্রনডাইকের শিখন সূত্রগুলি আলোচনা করো।

Image
    মনোবিদ ই এল থ্রনডাইক শিখন সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন গবেষণার পর ৮ টি সূত্র প্রকাশ করেন। এগুলোকে একসঙ্গে শিখনের সূত্র নামে পরিচিত। এই ৮ টি সূত্রের মধ্যে প্রথম ৩ টি সূত্র হলো মুখ্য বা প্রধান এবং  বাকি ৫ টি সূত্র হলো গৌন বা অপ্রধান শিখনের সূত্র।                                 মুখ্য সূত্র 1, ফল লাভের সূত্র            যখন একটি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ ঘটে তখন প্রাণীর আকাঙ্ক্ষা অনুযায়ী ফললাভ ঘটলে প্রাণীর সুখ অনুভূত হয়। অর্থাৎ প্রাণীর যে কারণে আচরণ করে সেই আচরণ যদি প্রাণীর তৃপ্তি দিতে পারে তবে প্রাণী শিখন লাভে সচেষ্ট হতে পারে। যেমন - বলাযায় যে খাচা থেকে বিড়ালটি বাইরে এসে যদি তার আকাঙ্ক্ষা খবরটি না পেত তবে প্রাণী ওই আচরণে সন্তুষ্ট হতে না। তাই ফল লাভ প্রাণীর শিখনের অনিটন শর্ত।               অ্যাপ ডাউনলোড করুন ক্লিক করে 2, অনুশীলনের সূত্র              প্রাণীর শিখন লাভের পর তাকে দীর...

Madhyomik history MCQ suggestions 2020, 8th part

Image
1, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?        ডঃ রাজেন্দ্র প্রসাদ। 2, হায়দ্রাবাদ কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয় ?        1950 সালে।   history mcq suggestions 3, 1960 সালে গুজরাটের রাজধানী কি ছিল ?        আমেদাবাদ । 4, কাশ্মীরের রাজার নাম কি ছিল ?         হরি সিং।             অ্যাপ ডাউনলোড করুন ক্লিক করে 5, "A train To Pakisthan" গ্রন্থের রচয়িতা কে ?         খুশবন্ত সিং। 6, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?         জওহরলাল নেহেরু। 7, জুনাগড় রাজ্য কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয় ?          1948 সালে। 8, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় ?          1956 সালে। 9, কত সালে নাগাল্যান্ড রাজ্যের জন্ম হয় ?         1963 সালে। 10, প্রত্যক্ষ সংগ্রাম কোথায় ঘটে ?        1946 সালে কলকাতায়। 11, Pathway To Pakistan গ্রন্থের রচয়িতা কে ?   ...

Madhyomik 2020 history MCQ suggestions. part 7th.

Image
1, ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?         সরলা দেবী চৌধুরানী। 2, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?        কৃষ্ণকুমার মিত্র। history mcq suggestions 3, অরন্ধন দিবস কি ?        রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালের 16 ই অক্টোবর নারী সমাজে অরন্ধন দিবস  পালন করেন। 4, নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদক কে ছিলেন ?          শান্তি দাস। 5, স্বদেশী আন্দোলনের একজন নারীর নাম লেখ ।          কুমুদিনী বসু। 6, ধারসনা লবন সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন ?         সরোজিনী নাইডু। 7, গান্ধীজির ডান্ডি অভিযান কবে শুরু হয় ?         1930 সালের 12 ই মার্চ। 8, ভারতীয় বিপ্লববাদের উদগাতা কাকে বলা হয় ?         ভগিনী নিবেদিতকে। 9, ভগিনী নিবেদিতাকে কে ভারতীয় বিপ্লববাদের উদগাতা বলেছেন ?         ভূপেন্দ্রনাথ দত্ত।  history mcq suggestions 10, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন কার হাতে নিহত হন ?          বীনা দাস...

MP 2020 History MCQ suggestions, part 6th,

Image
1, চম্পারণ কৃষি বিল কত সালে পাস হয় ?          1917 সালে। 2, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?          গোপাল কৃষ্ণ গোখলে। 3, আমেদাবাদে বস্ত্র শিল্পের ধর্মঘট কবে হয় ?         1918 সালে। 4, বেট্টি প্রথা কি ?        তেলেঙ্গানায় প্রচলিত বাধ্যতামূলক কর প্রদানের রীতিকে বলা হত বেট্টি প্রথা। 5, নিখিল ভারত কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?         স্বামী সহজানন্দ স্বরস্বতী। উত্তর প্রদেশের লখনৌতে।       6, তেভাগা আন্দোলন বাঙলাতে কবে সাটু হয় ?         1946 সালে। 7, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন ?         কাজী নজরুল ইসলাম। 8, ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?         1920 সালে। 9, মিরাট ষড়যন্ত্র মামলা কবর শুরু হয় ?         1929 সালে। 10, গনবাণী পত্রিকা কে সম্পাদনা করেন ?         মুজাফফর আহমদ। 11, কবে ভারতে প্রথম মে দিবস পালন করা হয় ?       ...

MP history MCQ Suggestions 2020, part 5

Image
1, ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স কি ?       IACS এর একটি পত্রিকা। 2, 1818 সালে শ্রীরামপুর মিশনের উদ্যোগে কয়টি বিদ্যালয় স্থাপিত হয়?        103 টি। 3, কে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?         ডেভিড হেয়ার। 4, চিনে কবে প্রথম মুদ্রণ শিল্প শুরু হয় ?        593 খ্রিস্টাব্দ নাগাদ।           5, প্রতাপাদিত্য কে রচনা করেন ?        রামরাম বসু। 6, বাংলার প্রথম প্রাইমার গ্রন্থ কোনটি ?        মদনমোহন তর্কালংকারের শিশুশিক্ষা গ্রন্থটিকে। 7, বাংলায় কোথায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় ?         পূর্ববঙ্গের রঙপুরে 1847 সালে। 8, কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন ?         লর্ড ক্যানিং। 9, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয় ?         1901 সালে। 10, জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় ?         রাসবিহারী ঘোষের সভাপতিত্বে 1906 সালের 1 লা জুন। 11, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্...

Class 10 geography mcq suggestions 2020, 7th part. মাধ্যমিক সাজেশন "satellite system"

Image
1, PSLV এর পুরো নাম কি ?       Polar satellite launch vehicle. 2, FCC তে সবুজ রং কোন রঙে পরিবর্তিত হয় ?         লাল রঙে। satellite system 3, রেডার কি ধরণের সেন্সর ?         সক্রিয় সেন্সর। 4, সোয়াথ কি ?        একবারে একটি উপগ্রহ যতটুকু অংশের ছবি তুলতে পারে তাকে সোয়াথ বলে।         অ্যাপ ডাউনলোড করুন ক্লিক করে 5, পৃথিবীর প্রথম কৃত্তিম উপগ্রহের নাম কি ?          স্পুটনিক। 6, টোপোশিট কি ?   নিদিষ্ট জ্যামিতিক আকার থাকার জন্য টোপোগ্রাফিকাল ম্যাপ কে টোপোশিট বলে। satellite system 7, রেজলিউশন কত ধরণের হয় ?          চার ধরণের। 8, GIS এর পুরো নাম কি ?        Geographic Information System. 9, INSAT এর পুরোনাম কি ?         Indian National Satellite. 10, একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখ।         ফটোগ্রাফিক ক্যামেরা। 11, নাদির বিন্দু কি ?         কৃত্তিম উপগ্রহের সোজাসুজি নিচে ...

Class 10 geography mcq suggestions 2020, 6th part. মাধ্যমিক সাজেশন "Indian economy"

Image
1, শিকড় আলগা শিল্প কাকে বলে ?        কার্পাস বয়ন শিল্প কে। 2, কফির পাত্র কাকে বলা হয় ?        কর্ণাটক কে। 3, কোন  রাজ্যে  জোয়ার  উৎপাদন  সব থেকে বেশি ?          মহারাষ্ট্র রাজ্যে। 4, উদীয়মান শিল্প কাকে বলে ?         পেট্ররসায়ন শিল্প কে। 5, কোন দেশের সহায়তায় দূর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে ?       ব্রিটেন এর সহায়তায়। 6, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোনটি ?        দুর্গাপুরে। 7, SAIL কবে প্রতিষ্ঠিত হয় ?       1973 সালে। 8, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ?       7 নং জাতীয় সড়ক। 9, কবে সোনালী চতুর্ভুজ প্রকল্প চালু হয় ?       2001 সালে। 10, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয় ?         চেন্নাই কে। 11, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে ?         কানপুর কে। 12, ভারতের কোথায় যুদ্ধ জাহাজ তৈরী হয় ?        মুম্বাই তে। 13, কোন শহরে প্রথম মেট্রো রেল চাল...

Class 10 geography mcq suggestions 2020, 5th part. মাধ্যমিক সাজেশন।

Image
1, আসামের গ্রীষ্ম কালের ঝড়কে কি বলা হয়?         বরদইছিলা। 2, গ্রীষ্ম কালে কেরলের ঝড়-বৃষ্টিকে কি বলে ?        আম্র বৃস্টিই। 3, SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?       নেপালের কাঠমান্ডুতে। 4, দামদর উপত্যকার পরিকল্পনা কবে গৃহীত হয় ?       1948 সালে। 5, তামিলনাড়ুর স্থানীয় ঝড়কে গ্রীষ্ম কালে কি বলা হয় ?       কফিবৃষ্টি। 6, ভারতে কোথায় রবার গাছ দেখা যায় ?        কেরলে। 7, রোটাং গিরিপথ কোথায় অবস্থিত ?       হিমাচল হিমালয়ে। 8, ব্যাড ল্যান্ড কোথায় দেখা যায় ?        চম্বল উপত্যাকা তে। 9, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?        কারাকোরাম পর্বতের সিয়াচেন। 10, অরুণাচল প্রদেশ কবে গঠিত হয় ?        1987 সালে। 11, চেরি ব্লাশ মস কি ?        কেরলের অম্ল বৃস্টি।        অ্যাপ ডাউনলোড করুন ক্লিক করে 12, কোশী যদি পরিকল্পনা কোন দুটি দেশের মধ্যে করা হয় ?        ভারত ও নেপালের মধ...